বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানির ওপর ৩৭ শতাংশ শুল্কারোপ পোশাকশিল্পের জন্য ভয়াবহ অনিশ্চয়তা সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে যে জট বেঁধেছে, তা নিরসনে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টাই করা হচ্ছে। বাংলাদেশে মার্কিন পণ্য আমদানিতে শুল্ক কমিয়ে বিদ্যমান সংকটের যাতে সুরাহা করা যায়, তা নিয়ে চলছে নিরন্তর চেষ্টা। এ মুহূর্তে পোশাকশিল্পের মালিকদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে ৩৭ শতাংশ শুল্কারোপের পর যে শিপমেন্ট করা হয়েছে, সেগুলোর ক্ষেত্রে ওয়াশিংটনের কর্তারা কী সিদ্ধান্ত নেবেন। এ মুহূর্তে ৮০০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য শিপমেন্ট প্রক্রিয়ায় বন্দরে বা জাহাজে রয়েছে। সেগুলোর ক্ষেত্রে নতুন শুল্কনীতি কার্যকর হলে রপ্তানিকারকদের বড় ক্ষতির মুখে পড়তে হবে। স্মর্তব্য, ২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশের ওপর ৩৭ শতাংশ শুল্কারোপ করেছেন। এই সিদ্ধান্ত ৯ এপ্রিল থেকে কার্যকর হবে। তার আগেই যেসব পণ্য শিপমেন্ট হয়েছে এবং যেসব পণ্য কারখানায় তৈরি হচ্ছে, এসব পণ্যের অর্ডার নেওয়া হয়েছে শুল্ক ঘোষণার আগে। যা যুক্তরাষ্ট্রে পৌঁছাবে ৯ এপ্রিল বাড়তি শুল্ক কার্যকর হওয়ার পর। ফলে অর্ডার পাওয়ার পর কারখানার পণ্য এবং শিপমেন্ট পণ্যের স্ট্যাটাস কী হবে, সেটি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। শিপমেন্টের পণ্য স্থগিত হয়ে গেলে ব্যাক টু ব্যাক দায় খেলাপি হয়ে যাবে। ব্যাংকের দায় পরিশোধ না করা গেলে নতুন কোনো এলসি খুলবে না ব্যাংক। ফলে কারখানা বন্ধ করা ছাড়া উপায় থাকবে না। কারখানা বন্ধ হলে শ্রমিকের বেতন-ভাতা নিয়ে শঙ্কা তৈরি হবে। দেশে তৈরি পোশাক খাতে ৫০ লাখ ১৭ হাজার ৬৫২ জন শ্রমিক রয়েছেন। যার ৫৫ দশমিক ৫৭ শতাংশ অর্থাৎ ২৭ লাখ ৮৮ হাজার ৬১৬ জন নারী শ্রমিক। শুল্কজনিত জটিলতায় শিপমেন্ট স্থগিত হলে সবার আগে সমস্যায় পড়বেন স্বল্প আয়ের এই শ্রমিকরা। যুক্তরাষ্ট্র মানবাধিকারকে তাদের চলার পথের গাইডলাইন হিসেবে মানে। দেশের তৈরি পোশাকশিল্পের ওপর এক-ষষ্ঠাংশ মানুষ নির্ভরশীল। তাদের সিংহভাগই হতদরিদ্র। তাদের রক্ষায় সরকার ও গার্মেন্ট মালিকদের যুক্তরাষ্ট্র সরকার ও ব্যবসায়ীদের সঙ্গে সমঝোতায় আসতে আরও সক্রিয় হতে হবে।
শিরোনাম
- বাংলাদেশের নতুন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট
- ইসরায়েলি আগ্রাসন ও ভারতে বিতর্কিত ওয়াক্ফ বিলের বিরুদ্ধে এনসিপির সমাবেশ
- ঢাকায় আসছেন পাকিস্তানি শিল্পী আয়মা বেগ
- ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষিকা বরখাস্ত
- দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ক্লাসেন
- টস হেরে মুম্বাইয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বেঙ্গালুরু
- রাতে সিঙ্গাপুর যাচ্ছেন তামিম ইকবাল
- ১২ এপ্রিল 'মার্চ ফর গাজায়' অংশ নেওয়ার আহ্বান মাহমুদউল্লাহর
- ফেসবুকে এনআইডি সেবার নামে প্রতারণা, সতর্ক করল ইসি
- কেইপিজেড ও অর্থনৈতিক অঞ্চলের বিনিয়োগ পরিবেশের ধারণা নিলেন ৭০ বিদেশি বিনিয়োগকারী
- স্বাধীনতা কনসার্টের তারিখ পরিবর্তন
- 'গাজায় গণহত্যার বিরুদ্ধে বিশ্ব বিবেককে একসঙ্গে দাঁড়াতে হবে'
- ঢাকায় মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি
- ইংল্যান্ডের নতুন অধিনায়ক হ্যারি ব্রুক
- অতিরিক্ত ভাড়া আদায় : জয়পুরহাটে ৩ পরিবহনকে জরিমানা
- নারায়ণগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
- বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কর্মী নিহত, সাবেক এমপিসহ ৮ নেতা বহিষ্কার
- গাজায় হামলার তীব্র নিন্দা ও সামরিক অভিযান বন্ধের আহ্বান বাংলাদেশের
- ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ
- শুল্কারোপ ইস্যুতে ট্রাম্পকে ড. ইউনূসের চিঠি
পোশাক রপ্তানি
৫০ লাখ শ্রমিকের ক্ষতি এড়াতে হবে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর