এবার বাংলাদেশ ফেস্টিভ্যালের মঞ্চ সমৃদ্ধ করবেন মোশাররফ করিম। ১৭ মে শনিবার টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টম বাংলাদেশ ফেস্টিভ্যাল। এর মধ্যে ঘোষণা করা হয়েছে আরেক গুণী ও কিংবদন্তি কণ্ঠতারকা সাবিনা ইয়াসমিনের নাম, যিনি আসছেন এবারের অষ্টম বাংলাদেশ ফেস্টিভ্যালের মঞ্চে। শহরজুড়ে এখন শুধুই অপেক্ষা, চলছে প্রতীক্ষার প্রহর গোনা। বিগত আয়োজনগুলোতে মঞ্চ সমৃদ্ধ করেছেন বাংলাদেশের কিংবদন্তি তারকারা। থাকছেন মোশাররফ করিমও। অষ্টম বাংলাদেশ ফেস্টিভ্যাল বিগত বছরগুলোর মতো আকাশচুম্বী সফলতা পাবে সবার ভালোবাসায়- এ লক্ষ্যে সব রকম প্রস্তুতি শুরু হয়ে গেছে।’