শিগগিরই বলিউডে পা রাখবেন গোবিন্দপুত্র যশবর্ধন। পুত্রের জীবনের নতুন অধ্যায়ের সূচনালগ্নে তারকা-সন্তানদের হয়ে মুখ খুললেন গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তারকা-সন্তানদের নিয়ে কথা বলেছেন সুনীতা। তাঁর মতে, ক্যারিয়ারের শুরু থেকেই তারকা-সন্তানদের খুব কঠিন একটা সময়ের মধ্য দিয়ে যেতে হয়। সুনীতা প্রার্থনা করেন, যশবর্ধনের ক্ষেত্রে যেন এরকম না ঘটে। তাঁর কথায়, ‘উত্তরাধিকার বয়ে নিয়ে চলা কঠিন কাজ। কারণ দর্শকের প্রত্যাশা থাকবেই। তাই যশ ধীরে ধীরে ওর নিজের পথ নিজে তৈরি করছে।’ সুনীতা ছেলের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, ওর যেন কোনো ক্ষতি না হয়।