ব্রাহ্মণবাড়িয়ায় ৩৫৪ বোতল বিদেশি মদসহ ৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় মাদক বহনকারী দুইটি প্রাইভেটকার জব্দ করা হয়।
শনিবার (৫ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাউতলী ব্রিজ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আজ রবিবার দুপুরে র্যাব-৯ থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ভোলার সদর উপজেলার উত্তরচর নোয়াবাদ গ্রামের শাওন (৩২), কালিকানগর গ্রামের ওবায়দুল রহমান (৩১), সুনামগঞ্জের বিশম্বপুর উপজেলার উত্তর কাফনা গ্রামের মিরাজুল ইসলাম (৩৪), একই এলাকার সেলিম মিয়া (৩০), কাফনা গ্রামের শাহজাহান (২৬) ও একই এলাকার দ্বীন ইসলাম (৩০)।
গ্রেফতারকৃতদের ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডি প্রতিদিন/মুসা