অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আইএমএফ বলেছে দেশের অর্থনীতি বর্তমানে স্থিতিশীল আছে। তবে সঠিক দিকেই আছে। সামনে এগিয়ে যাচ্ছে। তারা এই বিষয়গুলো দেখবে। তারা বলেছে, এই মুহূর্তে বাংলাদেশের সরকার স্থিতিশীল রয়েছে।
রবিবার সচিবালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।
আইএমএফের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মিশন প্রধান ক্রিস পাপাজর্জিও।
অর্থ উপদেষ্টা বলেন, আইএমএফের মূল কনসার্ন হলো রেভিনিউ জেনারেট ও বাজেটের আকার কত হবে, ডেফিসিট কত হবে, আপাতত এসব নিয়ে আলাপ হয়েছে। এসব নিয়ে সামনে আরো আলাপ হবে। বাংলাদেশের লোন রেভল্যুশন নিয়ে কথা হয়েছে। খারাপ লোনগুলো কীভাবে কী হবে, সেটা নিয়ে একটি আইন করেছি, সেসব বিষয় নিয়ে কথা হয়েছে।
তিনি বলেন, রেভিনিউতে আমাদের লিকেজ আছে। সেটা কমাতে হবে। জিডিপির রেশিও কমাতে হবে। কর আওতা বাড়াতে হবে। অনেকেই আছে শূন্য করের রিটার্ন দেয়, তাদের আয় আছে কিন্তু তারা রিটার্ন দেয় না। এটা কমাতে হবে। ভ্যাটের সিঙ্গেল রেটের বিষয় আমরা চেষ্টা করব। তবে আমরা একবারে সিঙ্গেল রেটে আসতে পারব না।
বিডি প্রতিদিন/কেএ