ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে ময়মনসিংহের মুক্তাগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় মিল্লাত হোসেন (৩৩) নামের প্রাণ গ্রুপের এক কর্মকর্তা নিহত হয়েছেন।
আজ শনিবার দুপুরে মুক্তাগাছা-জামালপুর সড়কে রায়থোরা এরাচতল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিল্লাত জামালপুর জেলার ইসলামপুর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের শহীদুল আলমের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, মিল্লাত মুন্সিগঞ্জে প্রাণ গ্রুপের একটি প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে চাকরি করতেন। স্বজনদের সাথে ঈদ করতে ছুটিতে বাড়িতে আসেন। শনিবার বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থলে ফিরছিলেন। পথে মুক্তাগাছার রায়থোরা এরাচতল নামক স্থানে একটি ব্যাটারি চালিত চলন্ত অটোরিকশার সাথে ধাক্কা লেগে বাইক নিয়ে তিনি সড়কে পড়ে যান। এ সময় অজ্ঞাত একটি সিএনজি চালিত অটোরিকশা তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি থানায় রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া চলমান আছে।
বিডি প্রতিদিন/জামশেদ