ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব। কিন্তু সমাজের এক শ্রেণির মানুষের জন্য ঈদের এই আনন্দ যেন অনেকটাই ফিকে হয়ে যায়। বিশেষ করে যেসব বাবা-মায়েরা নিজেদের সন্তানের মুখে হাসি ফোটাতে গিয়ে নিজেদের জন্য কিছুই কেনার সুযোগ পান না। সেইসব বাবা-মায়ের মুখে হাসি ফোটাতে বসুন্ধরা শুভসংঘ আয়োজন করেছে ব্যতিক্রমী এক উদ্যোগ ‘বাবা-মায়ের জন্য ঈদ শপিং সেন্টার’।
বসুন্ধরা শুভসংঘের এ আয়োজনে সার্বিক তত্বাবধানে কাজ করছেন মিরপুরের স্বেচ্ছাসেবী গ্রুপ 'সৌল জাংশন'। মিরপুরে আয়োজিত এই বিশেষ কার্যক্রমে বাবা-মায়েদের জন্য বিনামূল্যে ঈদের নতুন পোশাক দেওয়া হচ্ছে। তবে এটি কোনও সাধারণ বিতরণ কার্যক্রম নয়, বরং এক অভিনব পদ্ধতিতে এই আয়োজন সাজানো হয়েছে। বাবা-মায়েরা এখানে এসে একেবারে নিজেদের মতো পছন্দের পোশাক বেছে নিতে পারছেন, যেন তারা সত্যিকারের শপিংয়ের আনন্দ উপভোগ করতে পারেন।
বসুন্ধরা শুভসংঘ ও সৌল জাংশনের এই উদ্যোগ সম্পর্কে আব্দুল্লাহ আল মাহিন বলেন, “আমরা চাই, কেউ যেন অভাবের কারণে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়। বিশেষ করে বাবা-মায়েরা, যারা সারাজীবন তাঁদের সন্তানের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের মুখেও ঈদের হাসি ফোটানো আমাদের দায়িত্ব। বসুন্ধরা শুভসংঘ ও সৌল জাংশনের এই মহতী উদ্যোগ সমাজে আরও বেশি মানবিকতা ছড়িয়ে দেবে, সেই সঙ্গে মানুষকে উৎসাহিত করবে সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর জন্য। ঈদ হবে সবার জন্য আনন্দময়, উৎসবে ভরে উঠবে প্রতিটি হৃদয়।”
এই আয়োজন সম্পর্কে এক সুবিধাভোগী বাবা জানায়, “জীবনে কখনো ভাবিনি নিজের পছন্দের পাঞ্জাবি কিনতে পারব, কিন্তু আজ এখানে এসে মনে হলো সত্যিই ঈদ আনন্দ সবার জন্য।”
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ