এবার ভিন্ন এক আয়োজনের মধ্যে দিয়ে ঈদের আনন্দ উপভোগ করেন কাতার প্রবাসীরা। ১০ হাজার লোকের উপস্থিততে এশিয়ান টাউন এম্ফিথিয়েটার মাতিয়ে রাখেন বাংলাদেশি শিল্পীরা।
ঈদের আনন্দকে বাড়িয়ে নিতে লাইভ মেগা কনসার্ট -২০২৫ মেগা কনসার্টে অংশে নিতে মঙ্গলবার (১ মার্চ) বিকাল থেকে এশিয়ান টাউন এম্ফিথিয়েটারে আসতে শুরু করেন রেমিট্যান্স যোদ্ধারা। কনসার্টটি মাতিয়ে রাখেন মনির খান, আঁখি আলমগীর, ইমরান,কণা,বেলাল খান।
এশিয়ান টাউন এম্ফিথিয়েটারে অনুষ্ঠিতব্য এই কনসার্টে প্রধান পৃষ্ঠপোষক গালফ বিজনেস এসোসিয়েশনের সভাপতি এম সাইফুল আলমের সভাপতিত্বে ও শান্তা জাহানের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উপভোগ করেন রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।
এছাড়া কনসার্টটিতে মাতিয়ে রাখেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত জিয়াউল পলাশ ও D4 ড্যান্সের সদস্যরা। যদিও শেষ সময়ে এসে সময় স্বল্পতার কারণে গান গাইতে পারেননি ইমরান।
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের ঈদের শুভেচ্ছা জানিয়ে অপু বিশ্বাস বলেন,পরিবার ছেড়ে দীর্ঘদিন পর আপনাদের সঙ্গে এমন একটি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্যমনে করছি। বিশাল আয়োজন নিয়ে সুশৃংখলভাবে সুন্দর একটি অনুষ্ঠান সফল করার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান প্রবাসী বাংলাদেশীরা।
কাতার প্রবাসীদের বিনোদন দিতে সব ধরনের প্রচেষ্টার কথা জানান দেশ থেকে আগত এই অনুষ্ঠানের অতিথিরা।আগামীতে এই ধারা অব্যাহত থাকলে আরো বড় পরিসরে প্রবাসীদের সম্মানে এমন অনুষ্ঠান আয়োজন করা সম্ভব বলে জানান সংশ্লিষ্টরা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ