বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, সাংবাদিকদের সত্য উদ্ঘাটন, অনুসন্ধান ও প্রকাশে নির্ভীক হতে হবে। অর্ধসত্য নয়, সত্য ও অসত্যের মিশ্রণও নয়, তাদের প্রকাশ করতে হবে অখণ্ড ও পূর্ণ সত্য। বুধবার (২ এপ্রিল) দুপুর ২টায় চট্টগ্রামের ফটিকছড়িতে প্রেস ক্লাব সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
কাদের গণি বলেন, সত্য প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের চাকরির ঝুঁকি, জীবনের ঝুঁকিসহ নানা ঝুঁকি নিতে হবে বলে মন্তব্য করে বিএফইউজে মহাসচিব প্রশ্ন তোলেন, সাংবাদিকরা এই ঝুঁকি না নিলে সত্য প্রতিষ্ঠিত হবে কীভাবে? অসহায় আত্মসমর্পণ সাংবাদিকদের মানায় না, কিন্তু বিগত সরকারের সময় সাংবাদিকদের বিরাট অংশকে সেল্ফ সেন্সরশিপের মাধ্যমে অসহায় আত্মসমর্পণ করতে দেখা গেছে বলে জানান তিনি।
প্রেসক্লাব সভাপতি সৈয়দ মুহাম্মদ মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু এখলাছ ঝিনুকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, জনপ্রশাসন মন্ত্রালয়ের সিনিয়র সহকারী সচিব জাফর আলম, লেলাং ইউপির প্যানেল চেয়ারম্যান মো. সরোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোরশেদ মুন্না, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম প্রমুখ।
এসময় প্রেসক্লাব সহ-সভাপতি এমরান হোসেন, যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন, সহ সম্পাদক সাইফুর রহমান সোহান, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন ফরিদ, সমাজ সেবা সম্পাদক এরশাদ খোকন, ক্রীড়া সম্পাদক মোস্তাফা কামরুল, পাঠাগর সম্পাদক শাহ নেওয়াজ, স্থায়ী সদস্য মো. ইউনুছ, দৌলত শওকত, কাউছার সিকদার, কামাল উদ্দীন, মো. ফজলুল করিম প্রমুখ।
সাংবাদিকদের উদ্দেশে কাদের গনি চৌধুরী বলেন, জীবনে কোনো ক্ষেত্রে মিথ্যার সঙ্গে আপস করা চলবে না। তাহলে সাংবাদিকতা হবে না। সত্যের তরে দৈত্যের সাথে লড়াই করাই সাংবাদিকতা। সত্য প্রকাশই হতে হবে গণমাধ্যমের একমাত্র অঙ্গীকার।
সাংবাদিকতাকে সবচেয়ে জীবন্তু ও আধুনিক পেশা হিসিবে অভিহিত করে এই সাংবাদিক নেতা বলেন, বুদ্ধিবৃত্তিক পেশা, সাংবাদিকতা কখনই মূর্খজনের পেশা নয়। পেশা হিসেবেই সাংবাদিকতা বুদ্ধিদীপ্ত মানুষের পেশা। কিছু মৌলিক কাঠামোই সাংবাদিকতাকে আধুনিক ও বুদ্ধিবৃত্তিক পেশার শক্ত ভিত্তি দিয়েছে।
বিডি প্রতিদিন/এএ