কক্সবাজারের টেকনাফে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার (২ মার্চ) রাতে উপজেলার বাহারছড়া কচ্চপিয়া করাচি পাড়াতে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত আব্দুর রহিম টেকনাফ বাহারছড়া ৮ নম্বর ওয়ার্ডের কচ্চপিয়া করাচি পাড়ার বাসিন্দা। নিহত নুর বেগম তার দ্বিতীয় স্ত্রী।
টেকনাফ বাহার ছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) শোভন কুমার শাহা বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে ঘাতক আব্দুর রহিমকে আটকের চেষ্টা করে। কিন্তু সে তার স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও তিনি জানান।
স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধের জেরে বুধবার রাতে আব্দুর রহিম তার দ্বিতীয় স্ত্রী নুর বেগমকে বসতঘরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় নুর বেগমকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/জামশেদ