সাতক্ষীরার আশাশুনিতে আকস্মিক প্লাবনের ফলে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে নৌবাহিনী আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল ২০২৫) ত্রাণ ও চিকিৎসা সহায়তা পৌঁছে দিয়েছে।
আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের খোলপেটুয়া নদীতে পানি বৃদ্ধি ও প্রবল স্রোতের কারণে ৩১ মার্চ ২০২৫ তারিখে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ ভেঙে যায়, ফলে বেশ কিছু গ্রাম প্লাবিত হয়। আকস্মিক এ প্লাবনে চিংড়ি ঘের, বোরো ধানের ক্ষেতসহ বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে এবং অনেক মানুষ পানিবন্দি অবস্থায় দুর্বিষহ জীবন যাপন করছে।
মানবিক পরিস্থিতিতে দ্রুত সাড়া দিয়ে কমান্ডার খুলনা নৌ অঞ্চলের সার্বিক তত্ত্বাবধানে নৌবাহিনীর ত্রাণ ও চিকিৎসা দল ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সহায়তা, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় জীবনরক্ষাকারী সামগ্রী বিতরণ করেছে।
স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আশাশুনির এই দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নৌবাহিনীর ত্রাণ ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে।
দেশের যেকোনো সংকট ও দুর্যোগে বাংলাদেশ নৌবাহিনী সবসময় নির্ভরতার প্রতীক হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছে। সংকটকালে জনগণের পাশে থাকা শুধু দায়িত্ব নয়, এটি বাংলাদেশ নৌবাহিনীর এক দৃঢ় অঙ্গীকার।
বিডি প্রতিদিন/আশিক