টাঙ্গাইলে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে জামায়াতে ইসলামী টাঙ্গাইল শহর ও সদর শাখার উদ্যোগে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর জেলা শাখার আমীর আহসান হাবীব মাসুদ। শহর শাখার আমীর মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মুহাম্মাদ ইকবাল, জামায়াত নেতা শরিফুল ইসলাম, রফিকুল ইসলাম, ইদ্রিস আলী আকন্দ, সাইফুল ইসলাম প্রমুখ।
এসময় জেলা জামায়াতের অন্যন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আগের আমরা ঠিক মতো কোনও অনুষ্ঠান করতে পারতাম না। ৫ আগষ্টের পর সবাই এখন স্বাধীনভাবে কাজ করতে পারছে। এখনও স্বৈরাচার হাসিনার দোসরা মাথাচারা দিয়ে উঠছে। এদের বিরুদ্ধে আমাদের সকলের রুখে দাঁড়াতে হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ