এবার ঈদুল ফিতরে ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাগুলো হচ্ছে- বরবাদ, দাগি, অন্তরাত্মা, জংলি, জ্বীন-৩, চক্কর-৩০২। এ ছয় সিনেমার বাজেট প্রায় ২৬ কোটি টাকা। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে সিনেমা নির্মাণের বাজেটের বিষয়টি জানা গেছে। এদিকে মুক্তির প্রথম দিনে দর্শকপ্রিয়তা ও আয়ের দিক দিয়ে এগিয়ে আছে ‘বরবাদ’ ছবিটি। এর পরের অবস্থান ‘দাগি’র বলে জানিয়েছে চলচ্চিত্র প্রদর্শক সমিতির একটি সূত্র। এবার ঈদের সিনেমার হিসাব পাল্টে গেছে শাকিব খান অভিনীত বরবাদ ও অন্তরাত্মার কারণে। এ সিনেমা দুটি সর্বোচ্চ সংখ্যক সিনেমা হলে মুক্তি পেয়েছে। ঈদে এককভাবে সর্বোচ্চ ১২০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত মেহেদি হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’। মূলত রিভেঞ্জ থ্রিলার ঘরানার এ সিনেমা তৈরি হয়েছে প্রতিশোধ ও প্রতারণার গল্প নিয়ে। সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ভারতের ইধিকা পাল। ‘অন্তরাত্মা’ ১৩টি সিঙ্গেল স্ক্রিন ও আটটি মাল্টিপ্লেক্স মিলিয়ে ২১টি হলে মুক্তি পেয়েছে। পারিবারিক গল্প নিয়ে নির্মিত এ সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন ভারতের দর্শনা বণিক। ফেরারী ফরহাদের গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। আফরান নিশো অভিনীত দ্বিতীয় সিনেমা ‘দাগি’। ঈদে মাল্টিপ্লেক্সের সবকটি শাখা ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে ১৬টি হলে মুক্তি পেয়েছে। শিহাব শাহীন পরিচালিত থ্রিলারধর্মী এ সিনেমার গল্প সমাজের অন্ধকার দিক ও রহস্যময় ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে। সিনেমায় আরও অভিনয় করেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ। সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ সিনেমাটি পরিচালনা করেছেন এম রাহিম। সিনেমাটি ১০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমাটি অ্যাকশন ও সাসপেন্সের সংমিশ্রণে তৈরি হয়েছে। সিনেমায় আরও অভিনয় করেছেন শবনম বুবলি, দীঘি। হরর সিনেমা ‘জ্বীন-থ্রি’ শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমায় অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও সজল। মোশাররফ করিম অভিনীত সাইকোলজিক্যাল থ্রিলার ‘চক্কর-৩০২’। শরাফ আহমেদ জীবন পরিচালিত সরকারি অনুদানের সিনেমাটি শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে। সিনেমায় মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু। প্রদর্শক সমিতির বিশেষ এক সূত্র জানায়, ঈদের দিন মাল্টিপ্লেক্সগুলোতে মুক্তি পাওয়া ছবিগুলো প্রায় ৬০ লাখ টাকা আয় করেছে। এর মাঝে ৩৭টি শো হাউসফুল ছিল, অকুপেন্সিও বেশ ভালো। সব মিলিয়ে রেকর্ড আয় করলেও এককভাবে কোনো সিনেমা রেকর্ড করতে পারেনি।
এদিকে প্রদর্শক সমিতির একটি সূত্র আরও জানায়, মুক্তির প্রথম দিনের আয়ের তালিকায় শীর্ষস্থানে রয়েছে ‘বরবাদ’। যার আয় হয়েছে ২৮ লাখ টাকা। আয়ের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘দাগি’। যার আয় ছিল ১৮ লাখ টাকা। ‘চক্কর-৩০২’ সিনেমাটি প্রথম দিনে আয় করেছে সাড়ে ৬ লাখ টাকা। ‘জংলি’ সিনেমাটি আয় করেছে সাড়ে ৪ লাখ টাকার বেশি। ‘অন্তরাত্মা’ প্রথম দিনে আয় করেছে ১ লাখ টাকা। ‘জ্বীন-৩’ প্রথম দিনে আয় করেছে ৯৪ হাজার টাকা। সরেজমিনে দেখা গেছে প্রায় প্রতিটি সিনেমা হলে ছিল উপচেপড়া দর্শক। টিকিট না পেয়ে অনেকে ক্ষুব্ধ হয়েছে। ময়মনসিংহের একটি সিনেমা হলে ‘বরবাদ’ ছবির টিকিট না পেয়ে হলটি ভাঙচুর করেছে শাকিবিয়ানরা। একটি সিনেপ্লেক্সে সিনেমা দেখার জন্য অনলাইনে টিকিট কেটেও ছবি দেখতে না পারায় সিনেপ্লেক্স কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে দর্শক। এখন দেখার পালা গ্রামের বাড়িতে ঈদের ছুটি শেষে ফেরার পর ঈদের ছবি দেখতে দর্শক উন্মাদনায় আরও জোয়ার আসবে নাকি ভাটা পড়বে।