কুষ্টিয়ার খোকসায় বাজারে চা খেতে যাওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ মহম্মদ আলী খান (৮০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসার মোড়াগাছা বাজারের অদূরে একটি মোটরসাকেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধ মহম্মদ আলী খানকে ধাক্কা দেয়। বৃদ্ধ সড়কে পরে আহত হন। স্থানীয়রা বৃদ্ধকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত বৃদ্ধ মহম্মদ আলী খান মোড়াগাছা ক্লাবমোড় এলাকার মৃত আব্দুল মজিদ খানের ছেলে। ঘাতক মোরসাইকেলের চালকসহ তিন আরোহীর বাড়ি কুমারখালী উপজেলায়। স্থানীয়রা তাদের আটক করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
নিহত বৃদ্ধের ছেলে বাদশা খান জানান, তার বাবা বয়বৃদ্ধ হলেও প্রায় দেড় কিলেমিটার দূরের মোড়াগাছা বাজারে যেতেন। এ দিন সকালেও বাজারের চা খেতে যাচ্ছিলেন। বাজারে পৌঁছানের আগেই তিনি দুর্ঘটনায় আহত হন। আমরা শুনে হাসপাতালে গিয়ে বাবাকে মৃত অবস্থায় পেয়েছি।
তিনি এ ঘটনায় মামলা করবেন না। তবে অভিভাবকরা বাচ্চা ছেলেদের হাতে মোটরসাইকেল দেওয়া দুর্ঘটনা বাড়ছে। তার বাবার মত আর কোন বাবা বা ছেলের যেন এভাবে মৃত্যু না হয়। এর জন্য পুলিশ ও অভিভাবকদের উদ্যোগ নিতে হবে।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল মামুন বলেন, এ ঘটনায় মামলা হবে। মোটরসাইকেল জব্দ করা হয়েছে। সাথে ঘাতক চালকসহ তিনজনকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ