ব্রাহ্মণবাড়িয়া জেলা সাংবাদিক ইউনিয়নের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি রেস্টুরেন্টে দৈনিক বর্তমান পত্রিকার বিশেষ প্রতিনিধি সেলিম পারভেজের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে দৈনিক বর্তমান পত্রিকার বিশেষ প্রতিনিধি সেলিম পারভেজকে সভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন বেলালকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সহ-সভাপতি পদে বাংলাভিশনের জেলা প্রতিনিধি মো. আশিকুল ইসলাম ও দৈনিক নিউ এইজ পত্রিকার জেলা প্রতিনিধি হান্নান খাদেম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি মোহাম্মদ মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার ফজলে রাব্বি, কোষাধ্যক্ষ পদে দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার সৈয়দ রিয়াজ আহমেদ অপু, প্রচার সম্পাদক পদে দৈনিক মানবকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি খন্দকার মো. শফিকুল ইসলাম, জনকল্যাণ সম্পাদক পদে দৈনিক আজকালের খবর পত্রিকার জেলা প্রতিনিধি মোজাম্মেল চৌধুরী, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে দৈনিক বায়ান্ন পত্রিকার জেলা প্রতিনিধি তৌহিদুর রহমান নিটল, দপ্তর সম্পাদক পদে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার জেলা সংবাদদাতা মাইনুদ্দীন রুবেল। এ ছাড়া আরও ৯ জনকে নির্বাহী সদস্য করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই