প্রতি বছর ঈদে বলিউড সুপার স্টার শাহরুখ খানকে একঝলক দেখতে ও তাঁর শুভেচ্ছা পেতে মান্নাতের সামনে ভিড় জমান হাজারো অনুরাগী। তবে এবারের ঈদে এখনো পর্যন্ত তাঁর বাড়ির সামনে ভক্তদের জমায়েতের খবর পাওয়া যায়নি। যদিও বাদশাহ নিজে অনুরাগীদের ভুলে যাননি। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহরুখ খান তাঁর ফেসবুকে ঈদের শুভেচ্ছা জানিয়ে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন- ঈদ মোবারক। আমার হৃদয়ের কৃতজ্ঞতা এবং দোয়া সবার জন্য। এছাড়া ভক্তদের উদ্দেশে আরও লেখেন, আশা করি আপনারা দিনটি কোলাকুলি, বিরিয়ানি খাওয়া ও অফুরন্ত ভালোবাসা বিনিময়ের মধ্য দিয়ে উদ্যাপন করছেন। সবাই সুখে থাকুন, নিরাপদে থাকুন। সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন।