নাটোরে ফিটনেস ও রুট পারমিট না থাকা, ওভার স্পিড, অতিরিক্ত ভাড়া নেওয়া সহ নানা অভিযোগে যাত্রীবাহী বাস-প্রাইভেটকার, মাইক্রোবাস, পিকআপ ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নাটোর সদরের দত্তপাড়া মোড়ে জেলা প্রশাসন, বিআরটিএ এবং হাইওয়ে পুলিশের এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহম্মেদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন যানবাহন চালককে জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন সার্জেন্ট লতা, বিআরটিএ’র মোটরযান পরিদর্শক উত্তম কুমার দেব শর্মা সহ অন্যান্য সরকারি কর্মকর্তারা।
নাটোর বিআরটিএ’র মোটরযান পরিদর্শক উত্তম কুমার দেব শর্মা এ তথ্য নিশ্চিত করে জানান, ঈদ যাত্রা নির্ভিঘ্ন করতে এবং সড়কে দুর্ঘটনা কমাতেই এই ধরনের উদ্যোগ নেয়া হয়। এ জন্য বৃহস্পতিবার বিকেলে নাটোর সদরের দত্তপাড়া মোড়ে চেকপোস্ট বসিয়ে ফিটনেস ও রুট পারমিট না থাকা, ওভার স্পিড, অতিরিক্ত ভাড়া নেওয়া সহ নানা অভিযোগে যাত্রীবাহী বাস-প্রাইভেটকার, মাইক্রোবাস, পিকআপ ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের সর্তক করা হয়।
তিনি বলেন, পর্যায়ক্রমে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/বাজিত