চট্টগ্রামে পৃথক দুই ঘটনায় দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন আগুনে পুড়ে মারা গেছেন এবং অপরজন আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। সোমবার ও মঙ্গলবার পৃথক সময়ে এ ঘটনা ঘটে।
ঈদের দিনে রান্নার সময় আগুনে দগ্ধ হয়ে মৃত্যু
সোমবার রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের ১নং খাসখামা ওয়ার্ডে রান্নার সময় আগুনে পুড়ে উর্মি আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার রাজমিস্ত্রী বাঁচা মিয়ার স্ত্রী এবং চাতরি ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মো. সেলিমের মেয়ে।বিয়ে হয়েছে মাত্র দেড় বছর আগে। তবে তার কোনো সন্তান ছিল না।
স্থানীয় সূত্র জানায়, ঈদের সকালে নতুন শাড়ি পরে লাকড়ির চুলায় রান্না করছিলেন উর্মি। রান্নার এক পর্যায়ে চুলার আগুন শাড়িতে লেগে যায়। এতে তিনি দগ্ধ হয়ে চিৎকার করলে স্বামীসহ পরিবারের লোকজন এসে আগুন নেভায়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম বলেন, "চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে উর্মির মৃত্যু হয়। পরে মরদেহ বাবার বাড়ি ডুমুরিয়ায় নেওয়া হয়।"
অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
অন্যদিকে, মঙ্গলবার দুপুরে মিরসরাই উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের ফুলগাজিয়া গ্রামে নিজ বসতঘর থেকে তানজিনা আকতার (২২) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই এলাকার মনজুর আলমের স্ত্রী।
পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
বিডি প্রতিদিন/আশিক