রাজধানীর খিলগাঁওয়ে পাওনা টাকা পরিশোধের জন্য চাপ প্রয়োগ করায় বিষপানে এক দিনমজুর আত্মহত্যা করেছেন। মৃতের নাম আল-আমিন খান (২৪)। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন। খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) অনুপ বিশ্বাস জানান, গত বুধবার দিবাগত রাত (৩ এপ্রিল) দেড়টার দিকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউর সামনে থেকে আল-আমিনের মৃতদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, আল-আমিন কিছু টাকা ঋণ নিয়েছিলেন। পাওনাদারের চাপ সহ্য করতে না পেরে গত ২১ মার্চ দিবাগত রাতে বিষজাতীয় পদার্থ পান করেন। পরে অসুস্থ অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আইসিইউর জন্য মালিবাগের একটি হাসপাতালে নেওয়া হয়। সর্বশেষ তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃতের বাবা রইজ খান জানান, তার ছেলে আল-আমিন স্থানীয় এক ফার্মেসি দোকানদারের কাছ থেকে সুদে ১৮ হাজার টাকা নিয়েছিলেন। এর মধ্যে ১০ হাজার নিজের প্রয়োজনে ও বাকি ৮ হাজার টাকা অন্য একজনের জন্য নিয়েছিলেন। শর্ত ছিল, প্রতিদিন ৬০০ টাকা করে সুদ দিতে হবে।
এরই মধ্যে যে ব্যক্তি ৮ হাজার টাকা নিয়েছিলেন, তিনি পালিয়ে যান। ফলে পুরো টাকার জন্য পাওনাদার আল-আমিনের ওপর চাপ সৃষ্টি করেন। এ চাপ সহ্য করতে না পেরে তিনি বিষপান করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃতের বাবা আরও জানান, ছেলে অসুস্থ থাকার সময় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য দেড় লাখ টাকার বেশি খরচ হয়ে গেছে। এই বিপুল অর্থ জোগাড় করতে তাকে আত্মীয়-স্বজনের কাছ থেকে ধারদেনা করতে হয়েছে।
আল-আমিন দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন। তার স্ত্রী স্মৃতি আক্তার ও পাঁচ মাস বয়সী এক কন্যাসন্তান রয়েছে।
বিকেলে ময়নাতদন্ত শেষে মৃতদেহটি তার বাবা ও স্বজনরা গ্রামের বাড়ির উদ্দেশ্যে নিয়ে যান।
বিডি প্রতিদিন/আশিক