চট্টগ্রাম নগরীর জিইসির কুসুমবাগ আবাসিক এলাকায় ঈদ শুভেচ্ছার ব্যানার টাঙানো নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ যুবদল কর্মী মো. জিহাদ (২৭) ১২ দিন পর মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জিহাদ নগর বিএনপির যুগ্ম আহবায়ক আবদুল হালিম শাহ আলমের অনুসারী বলে জানা গেছে।
খুলশী থানার ওসি আফতার হোসেন বলেন, সংঘর্ষে জিহাদের পায়ে গুলি লেগেছিল, পেটেও ছুরিকাঘাত করা হয়েছিল। বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
গত ২১ মার্চ রাতে খুলশী থানার কুসুমবাগ আবাসিক এলাকায় ঈদের শুভেচ্ছা ব্যানার টাঙানো নিয়ে নগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের অনুসারীদের সঙ্গে নগর বিএনপির যুগ্ম আহবায়ক আবদুল হালিশ শাহ আলমের অনুসারী বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে দুই জন গুলিবিদ্ধ ও দুই জন ছুরিকাঘাতে আহত হন। এঘটনার পরপর খুলশী থানার ওসি মুজিবুর রহমানকে প্রত্যাহার করা হয়। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় জিহাদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ১২ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার তিনি মৃত্যুবরণ করে।
বিডি প্রতিদিন/এএ