পরিবারের সাথে ঈদ উদযাপন শেষে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে কর্মস্থলে ফিরছেন মানুষ। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পর্যাপ্ত লঞ্চ ও ফেরি থাকায় ভোগান্তি ছাড়াই সহজে ঘাট পার হচ্ছেন যাত্রীরা।
আজ শুক্রবার সকাল থেকে ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ সেভাবে দেখা যায়নি। ভোগান্তি না থাকায় নির্বিঘ্নে নদী পার হতে পেরে খুশি যাত্রীরা। দুপুরে ফেরিঘাট এলাকায় দেখা যায় যাত্রী ও যানবাহনের চাপ নেই। স্বাভাবিক দিনের মতো যাত্রীরা লঞ্চ ও ফেরিতে করে দৌলতদিয়া থেকে পাটুরিয়া যাচ্ছেন। যাত্রীরা জানান, রবিবার সব ধরণের অফিস আদালত খোলায় আগামীকাল শনিবার সারাদিন ফেরিঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ থাকবে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, সকাল থেকে যাত্রী ও যানবাহনের চাপ সেভাবে নেই। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৭টি ফেরি চলাচল করছে।
বিডি প্রতিদিন/আশিক