ঈদের ছুটি শেষে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে নির্বিঘ্নে কর্মস্থলে ফিরছেন মানুষ। আজ শনিবার সকাল থেকে নৌপথে যাত্রীর পাশাপাশি যানবাহনের চাপ বেড়েছে। তবে যানজট নেই।
দৌলতদিয়া ফেরিঘাটে গিয়ে দেখা যায়, সকাল থেকেই দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। তবে ঘাট এলাকায় আগের মতো নেই যানজট। যাত্রীরা জানান, গত বছরগুলোর তুলনায় এ বছরের ঈদ যাত্রা ছিল স্বস্তির। ঈদের আগে থেকে সড়ক ও ফেরিঘাটে ভোগান্তি ছিল না। একই চিত্র রয়েছে কর্মস্থলে ফেরার পথে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, গতকাল শুক্রবারের মতো আজ শুক্রবারেও দৌলতদিয়া ফেরিঘাটে সকাল থেকে যাত্রী ও যানবাহনের চাপ ছিল। তবে ঘাট এলাকায় যানজট বা ভোগান্তি নেই। এই নৌরুটে ছোট-বড় মিলে ১৭টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ