ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ইলিয়াসের বহিষ্কারের ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলীয় নেতা কর্মীরা।
গতকাল শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এর আগে উপজেলার দশটি ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা কার্যালয়ের সামনে জড়ো হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান, কসবা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রউফ রতন, পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেনসহ দলীয় নেতা কর্মীরা।
বিডি প্রতিদিন/জামশেদ