রংপুরে চাঁদাবাজির অভিযোগে তিন সাংবাদিকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মামলার আসামি হলেন- একাত্তর টিভি ও দৈনিক সংবাদের পীরগাছা প্রতিনিধি আবদুল কুদ্দুস সরকার, দৈনিক নতুন স্বপ্নের বার্তা সম্পাদক হারুন অর রশিদ ও শাহীন মির্জা সুমন। পীরগাছা কল্যাণী ইউনিয়নের ইউপি সদস্য নেছার আহমেদ এ মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, ঈদের পূর্বে পীরগাছা কল্যাণী ইউনিয়নে সরকারিভাবে ভিজিএফের চাল বিতরণ করা হয়। এতে কয়েকজন সাংবাদিক ও স্থানীয় লোকজন শিশু-কিশোরদের ব্যবহার করে ভিডিও ধারণ করেন। মামলার আসামি সাংবাদিক আবদুল কুদ্দুস সরকার বলেন, ইউএনও যোগদানের পর থেকে একের পর এক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা করে যাচ্ছেন। চাল নিয়ে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তিনি ক্ষিপ্ত ছিলেন। তাই ইউপি সদস্যকে দিয়ে মামলা করিয়েছেন।
মামলার বাদী নেছার আহমেদ বলেন, ইউএনও, প্রশাসকসহ পরিষদ সদস্যদের পরামর্শে আমি মামলা করেছি। ওই সাংবাদিকদের ইন্ধনে ইউএনও এবং প্রশাসকের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে আমাদের সম্মানহানি করা হয়েছে। পীরগাছা থানার নুরে আলম সিদ্দিকী জানান, মামলায় তিন সাংবাদিকসহ পাঁচজনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।