ঈদুল ফিতরের দিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ আদায় শেষে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ৩২ জন শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদ্যাপন করেন। ঈদের নামাজ শেষে প্রথমে তিনি জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ অফিসে আসেন। সেখানে উপস্থিত নেতা-কর্মী ও জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে রমনায় শহীদ ফারহান ফাইয়াজের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান এবং সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার নৃশংস হামলায় শাহাদাতবরণকারী সবুজবাগের হাফেজ গোলাম কিবরিয়া শিপন ও শহীদ সাইফুল্লাহ মোহাম্মদ মাসুমের পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর গেন্ডারিয়ায় শহীদ শাহরিয়ার খান আনাস, শহীদ জুনায়েদ, শহীদ ইসমাইল হোসেন রাব্বির বাসায় গিয়ে তাদের পরিবারের খোঁজখবর নেন ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। সেখান থেকে যাত্রাবাড়ীর কুতুবখালীর শহীদ আসলাম, শহীদ শাকিল, শহীদ শাহাদাত হোসেন শাওন, শহীদ জাহাঙ্গীর আলম, শহীদ আওয়াল মিয়া ও শহীদ জিহাদ হোসেনের বাসায় যান তিনি।
জামায়াত আমির এরপর কাজলায় শহীদ নাঈম হাওলাদার, শহীদ নাসির হোসেন, শহীদ জসিম উদ্দিন ও শহীদ আরিফের বাসায় যান। তারপর যাত্রাবাড়ীর শহীদ রবিন মিয়া, শহীদ আহমদ আবদুল্লাহ, শহীদ ইয়াসির সরকার, শহীদ জিহাদ, শহীদ আবদুল হান্নান ও শহীদ ওয়াসিম শেখ; একই সঙ্গে শহীদ নূর হোসেন, শহীদ জাহাঙ্গীর খাঁ, শহীদ রানা, শহীদ মিসেস শাহিনুর বেগম ও শহীদ ইমন গাজীর পরিবারে যান তিনি। এ ছাড়া শহীদ ইব্রাহিমের বাসায় সমবেত শহীদ মিরাজ হোসেন, শহীদ রাকিব ও শহীদ মাসুদের পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন প্রমুখ নেতা।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, আমিরে জামায়াতের পক্ষ থেকে ঈদের আগের দিন প্রতিটি শহীদ পরিবারের জন্য বিভিন্ন ঈদ উপহার সামগ্রী পাঠানো হয়। এর আগে চাঁদরাতে শহীদ মীর মুগ্ধর বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াত আমির।
কুলাউরায় জামায়াত আমির : মঙ্গলবার মৌলভীবাজারের কুলাউরায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। সেখানে তিনি বলেন, ‘আমরা একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই। যেখানে দেশের আবালবৃদ্ধবনিতা ঘরে, রাস্তায়, কর্মস্থলে সব জায়গায় নিরাপদ থাকবে। আমরা এমন একটা দেশ দেখতে চাই যেখানে চোর-ডাকাত, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও ঘুষখোরদের জ্বালায় মানুষ অতিষ্ঠ হবে না।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আবদুল মুন্তাজিম।