জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সীমান্তে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। ভারতীয় সেনাবাহিনী বলছে, পাকিস্তান সেনাবাহিনী লাইন অব কন্ট্রোল (এলওসি) বরাবর অস্ত্রবিরতি লঙ্ঘন করে অনুপ্রবেশের চেষ্টা চালালে তারা শক্ত প্রতিরোধ গড়ে তোলে।
গতকাল মঙ্গলবার রাতে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণা ঘাঁটি এলাকায় এ ঘটনা ঘটে।
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, এলওসি-তে একটি মাইন বিস্ফোরণের পরপরই দুই পক্ষের মধ্যে সংক্ষিপ্ত সময়ের জন্য গোলাগুলি বিনিময় হয়। পাকিস্তানি বাহিনী প্রথমে সংঘর্ষ শুরু করে, যার পাল্টা জবাব দেয় ভারতীয় সেনারা। তাদের পক্ষ থেকে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে পাকিস্তানি বাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।
সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, অনুপ্রবেশকারী চার থেকে পাঁচজন পাকিস্তানি সেনা নিহত হয়েছে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। পাকিস্তানি কর্তৃপক্ষও বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি। তবে ফেসবুকে পাকিস্তানি একাধিক পেজে পুঞ্চ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীদের ওপর অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল দিয়ে হামলার ভিডিও পোস্ট করা হয়েছে এবং দাবি করা হচ্ছে এতে ছয় ভারতীয় জওয়ান নিহত হয়েছে।
গত কয়েক মাস ধরেই কাশ্মীরের দক্ষিণ পীর পাঞ্জাল অঞ্চলে সীমান্ত উত্তেজনা বাড়ছে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে ভারত ও পাকিস্তান সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি পুনরায় নিশ্চিত করেছিল। চুক্তির উদ্দেশ্য ছিল সীমান্তে শান্তি বজায় রাখা ও অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ এড়ানো। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো এই চুক্তির স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলছে। বিশেষ করে দক্ষিণ পীর পাঞ্জাল অঞ্চলে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা চুক্তির ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলছে।
বিডি প্রতিদিন/জুনাইদ