ভারতের গুজরাটে একটি আতশবাজির কারখানা ও গোডাউনে বিস্ফোরণে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় ভবনের একাংশ ভেঙে পড়ে।
গুজরাটের পুলিশ বলছে, স্থানীয় সময় মঙ্গলবার সকালে বনাসকান্ঠা জেলার ডিসা শহরে আতশবাজির কারখানায় হঠাৎই বিস্ফোরণ হয়। বনাসকান্ঠার পুলিশ সুপার অক্ষয়রাজ মাকওয়ানা বলেন, খবর পাওয়া মাত্রই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উদ্ধারকাজ শুরু করা হয়। ধ্বংসস্তূপ সরিয়ে এখন পর্যন্ত ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সময় ঘটনাস্থলে কারখানার শ্রমিক ছাড়াও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। গোডাউনের একাংশেই শ্রমিকরা পরিবার নিয়ে বসবাস করতেন। বিস্ফোরণে ভবনের একাংশ ভেঙে পড়ায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান উপস্থিত অনেকেই। পুলিশের ওই কর্মকর্তা জানিয়েছেন, ভবনের একটি স্লাব ধসে পড়ায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। সূত্র : বিবিসি বাংলা