শেরপুর নালিতাবাড়ী উপজেলার পশ্চিম সমশ্চুরা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরেমারামারিতে প্রাণ গেল দুলাল মন্ডল (৬০) নামে এক বৃদ্ধার। বুধবার (২ মার্চ) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
দুলাল মন্ডল দীর্ঘদিন ধরে ভাইবোনদের সঙ্গে জমি নিয়ে বিরোধে জড়িত ছিলেন। বসতভিটায় গাছ কাটতে গেলে দুলালকে তার বোন হামিদা বেগম ও তাকমিনা বেগম বাধা দেন। এনিয়ে ভাইবোনদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে বোনেরা দুলালের গলা চেপে ধরলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দুলাল মন্ডলকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, দুলাল মন্ডলের মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
তিনি আরও জানান, একইসাথে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। পুলিশ এই ঘটনায় প্রতিবেশী আশকর আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ