পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমির ৫০ বছর পূর্তী উৎসব উপলক্ষে শিক্ষার্থী এবং শিক্ষকদের পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর ১২টায় একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ উপলক্ষে আয়োজন করা হয় দিনব্যাপী আনন্দমুখর অনুষ্ঠান। প্রায় তিন সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং তাদের পরিবারের সদস্যরা একত্রিত হয়ে শৈশবের স্মৃতি রোমন্থন করেন। দিনটি পরিণত হয় প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায়।
অনুষ্ঠানে ছিল বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের স্মৃতি চারণ, গালগল্প এবং সেলফি ও ফটোসেশন। বিদ্যালয় চত্বরে ছিল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, সংবর্ধনা, স্মারক সম্মাননা, আলোচনাসভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। রাতের শেষাংশে স্থানীয় শিল্পীদের এবং ব্যান্ড লালন এর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল্লাহ আল বেরুনী সৈকতের সভাপতিত্বে পূর্ণমিলনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উদযাপন কমিটির চিফ কোঅর্ডিনেটর এবং বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মন্টু লাল কর্মকার, প্রধান শিক্ষক মো. মোরশেদুল হক। এছাড়া সহযোগীতায় ছিলেন প্রাক্তন শিক্ষার্থী শামীম হাসান, হাসান আল মামুন, সোহেল মৃধা।
বিডি প্রতিদিন/আশিক