বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন বলেছেন, আওয়ামী ফ্যাসিস্টের অত্যাচারে বিএনপি নেতাকর্মীরা ঘর ছেড়ে বছরের পর বছর ফেরারি ছিলেন। অনেকে পরিবারের সঙ্গে ঈদ করতে পারেনি। কারাবন্দি ছিল হাজার হাজার নেতাকর্মী। তারুণ্য আর ঐক্যবদ্ধ জনতা সারাদেশে সবার জন্য স্বস্তি এনে দিয়েছে। মুক্ত পরিবেশে ঈদ উদযাপনের সুযোগ হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বগুড়ার নন্দীগ্রাম শহরের বাসস্ট্যান্ডে সকল শ্রেণি-পেশার জনগণের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। আওয়ামী ফ্যাসিস্টরা ঈদ উৎসবের আনন্দ ধ্বংস করেছিল, জনগণ অস্বস্তিতে ছিলেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার হাসিনার পতনে ঈদ উৎসবে গণ-আমেজ জেগেছে।
ঈদের দ্বিতীয় দিন নন্দীগ্রাম বাসস্ট্যান্ড, পুরাতন বাজার, ওমরপুর, নামুইটসহ বিভিন্ন বাজারে সাধারণ জনতা এবং বিএনপির দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নেতারা। সঙ্গে ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার ও পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, নন্দীগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসেম আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মজনু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহ্বায়ক সাদিকুল ইসলাম শাহীন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজু আহমেদ, সদস্য সচিব সিয়ামুল হক রাব্বি, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক আরএইচ নুরনবী, কলেজ ছাত্রদল সভাপতি ফিরোজ আহমেদ শাকিল প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত