ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী বলেছেন, ‘দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে পতিত স্বৈরাচার ও তাদের দোসররা কোনো ষড়যন্ত্র করতে পারবে না।’
সোমবার পবিত্র ঈদুল ফিতরের দিন রাজধানীর যাত্রাবাড়ীতে নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন। এসময় যাত্রাবাড়ী ও ডেমরা থানা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নবীউল্লাহ নবী বলেন, ‘পলাতক অপশক্তির ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিতে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। ফ্যাসিবাদের দোসরদের কোনো ছাড় নেই। আমাদের যে ঐক্যের মধ্য দিয়ে স্বৈরাচার বিদায় হয়েছে, সেই ঐক্য ধরে রেখে প্রত্যাশিত গণতন্ত্র প্রতিষ্ঠার পথে আমাদের এগিয়ে যেতে হবে।’
তিনি আরও বলেন, ‘গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দল, মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা মাথাচড়া দিয়ে দেশের অস্তিত্ব বিপন্ন করতে মরিয়া হয়ে উঠবে।’
বিডি-প্রতিদিন/শআ