বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফ্যাসিবাদী আমলে আমাদের অসংখ্য নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে, খুন ও গুম হয়েছে। এছাড়া অনেকেই ঘর-বাড়ি ছাড়া ছিল এবং রাস্তায় ঈদ করেছে। এ ফ্যাসিবাদ মানুষের ওপরে সর্বোচ্চ জুলুম-নির্যাতন করেছে।
আজ সোমবার টাঙ্গাইলের পৌর শহরের কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে নামাজ আদায় শেষে সাংবাদিক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিএনপির এই নেতা আরও বলেন, আজকে আমরা মুক্ত আবহাওয়ায় একটি ঈদ উদযাপন করছি, সত্যিই এটা ভালো লাগার বিষয় এবং আনন্দের উপলক্ষ। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই দেশটিকে গড়ে তুলবো, এটিই হচ্ছে আমাদের প্রত্যাশা।
এ সময় টাঙ্গাইল জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে জেলার প্রধান ঈদের জামাতে জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনসহ জেলার নানান শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বিডি প্রতিদিন/জুনাইদ