নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাঠের ফার্নিচার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার দিবাগত রাত ৪টায় সিদ্ধিরগঞ্জের মক্কীনগর এলাকায় ফার্নিচার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কাচপুর মডার্ণ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে বুধবার সকাল সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা কেউ বলতে পারেনি।
স্থানীয়রা জানান, রাত ৪টার দিকে ফার্নিচার মার্কেটটিতে দাউ দাউ করে আগুন দেখতে পান। এসময় তারা কাচপুর ফায়ার সার্ভিসকে ফোন করলে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুণ নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাৎক্ষণে আগুনে মার্কেটের ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় স্থানীয়রাও এগিয়ে আসেন। এসময় সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির বিদ্যুৎ কর্মী ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।
কাচপুর মডার্ণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং মার্কেটের কি পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তা তদন্ত ছাড়া বলা যাবে না।
বিডি প্রতিদিন/আরাফাত