মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামীকাল বুধবারকে ‘লিবারেশান ডে’ বা ‘মুক্তি দিবস’ ঘোষণা করেছেন। এদিন তিনি নতুন করে বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেবেন।
ট্রাম্পের এই ঘোষণার আগেই বৈশ্বিক শেয়ারবাজারে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। শুল্ক বৃদ্ধির প্রভাবে বিশেষ করে বৃহৎ বহুজাতিক কোম্পানিগুলোর বিক্রি ও মুনাফায় সরাসরি প্রভাব পড়বে এমন আশঙ্কায় তাদের শেয়ারের দর পড়ে যাচ্ছে।
অন্যদিকে, বিনিয়োগকারীরা ভয়-আতঙ্কে এসব শেয়ার ছেড়ে দিয়ে সেফ হ্যাভেন বা বিনিয়োগের জন্য ‘নিরাপদ স্বর্গ’ খ্যাত সোনায় বিনিয়োগের দিকে ঝুঁকছেন। এই প্রবণতা বিশ্বে আবার মন্দার আশঙ্কা তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।
ট্রাম্পের ‘লিবারেশান ডে’-র আশঙ্কায় বৈশ্বিক শেয়ারবাজারে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এশিয়া থেকে শুরু করে ইউরোপ এবং এমনকি ট্রাম্পের দেশ যুক্তরাষ্ট্র নির্বিশেষে সর্বত্রই শেয়ারবাজারের সূচক পড়ে পড়ছে।
সোমবার (৩১ মার্চ) সোমবার বিশ্বব্যাপী বৃহৎ শেয়ারবাজারগুলোয় দরপতন ঘটেছে।
এসঅ্যান্ডপি ৫০০ প্রায় শূন্য দশমিক পাঁচ শতাংশ নিচে পড়েছে। ন্যাসডাক পড়েছে এক দশমিক চার শতাংশ। স্পষ্টতই, নতুন শুল্ক ঘোষণার আগে বিনিয়োগকারীরা কোনো ঝুঁকি নিতে চাইছেন না।
ইতোমধ্যে, স্বর্ণের দাম এই মুহূর্তে প্রতি আউন্স পিছু তিন হাজার ১৫০ মার্কিন ডলার ছুঁয়েছে। বিশেষজ্ঞদের মতে বাজারের অনিশ্চয়তা এবং বাণিজ্য ক্ষেত্রে বাড়তে থাকা টানাপোড়েনই এর জন্য দায়ী।
জাপানের নিককেই-২২৫ চার শতাংশ নিচে নেমেছে। দক্ষিণ কোরিয়ার কোসপি তিন শতাংশ এবং ফ্রান্সের সিএসি ৪০ প্রায় দেড় শতাংশ পড়েছে।
বিশেষ করে জাপানের প্রধান শেয়ারবাজার টোকিও স্টক এক্সচেঞ্জের মূল্যসূচক ৪ শতাংশের বেশি পড়ে গেছে। এর প্রভাবে এশিয়া ও ইউরোপের শেয়ারবাজারগুলোতেও পতন ঘটে।
কী হতে চলেছে বুধবার?
প্রেসিডেন্ট ট্রাম্প ২ এপ্রিলের নাম দিয়েছেন লিবারেশান ডে। একগুচ্ছ শুল্ক পরিকল্পনা ঘোষণা করবেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। যদিও আসলে সেদিন কী ঘটতে চলেছে সেই নিয়ে অনিশ্চিত বিশেষজ্ঞরা। কিছু বিশেষজ্ঞ বলছেন, ‘রেসিপ্রোকাল’ বা সমহারে শুল্ক ঘোষণা করতে পারেন ট্রাম্প।
রবিবার (৩০ মার্চ) প্রেসিডেন্ট ট্রাম্প মনে করিয়ে দিয়েছেন, এই নতুন শুল্ক বিশ্বের প্রতিটি দেশের উপর প্রভাব ফেলতে পারে। হোয়াইট হাউসের মতে, বিদেশি দ্রব্যের উপর নতুন শুল্কের কারণে প্রায় ১০ হাজার কোটি মার্কিন ডলার লাভ হবে আমেরিকার।
বিশ্ব মন্দার বিষয়টিও উডিয়ে দিচ্ছেন না ট্রাম্প
রবিবার (৩০ মার্চ) ফক্স নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বে অর্থনৈতিক মন্দার সম্ভবনার কথা উড়িয়ে দেননি ডোনাল্ড ট্রাম্প। বিশেষজ্ঞদের মতে তার এই বক্তব্যের প্রভাব পড়েছে সোমবারের স্টক মার্কেটে।
বিশ্বে মন্দা আসতে পারে কিনা সেই প্রশ্নে ট্রাম্প বলেন, ‘আমি এইসব আগাম ঘোষণা পছন্দ করি না। আমরা খুব বড় একটা কিছু ঘোষণা করব, ফলে কিছু পরিবর্তন তো দেখা যাবেই। খানিকটা তো সময় লাগে।’
এবার প্রেসিডেন্ট ট্রাম্প পরিকল্পিত রপ্তানি শুল্ক প্রথম বারের তুলনায় বেশি কড়া হতে পারে।
চীনের উপর ২০ শতাংশ শুল্ক বসিয়েছেন ট্রাম্প। কানাডা এবং মেক্সিকোর উপর ২৫ শতাংশ শুল্ক ঘোষণার হুমকি দিয়ে রেখেছেন তিনি। এছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ, ভারত এবং জাপানের উপরেও শুল্কের খাঁড়া ঝুলিয়ে রেখেছেন ট্রাম্প। এই হুমকিতে জার্মান ওয়াইন ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ দেখা গেছে।
সূত্র : এপি।
বিডি-প্রতিদিন/বাজিত