ঈদের ছুটিতে নেত্রকোনার কেন্দুয়া ও খালিয়াজুরী উপজেলায় পৃথক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পূর্বশত্রুতার জেরে মাইকিং করে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে ঈদের ছুটিতে কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের বলাইশিমুল গ্রাম ও ছবিলা গ্রামের মধ্যে সংঘর্ষ হয়। মাইকিং করে গ্রামবাসীদের সংঘর্ষে ডাকা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, "সংঘর্ষে ইট-পাটকেলে কয়েকজন আহত হয়েছেন। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।"
অন্যদিকে, হাওরাঞ্চল খালিয়াজুরীতে গ্রামের সড়কে মাটি কাটাকে কেন্দ্র করে পাচহাট গ্রামের সোসা মিয়া ও শরীফ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।
উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে, এতে কমপক্ষে ২০ জন আহত হন। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে মাইকিং করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। অকারণে ঝগড়া সৃষ্টি করা এসব ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
বিডি প্রতিদিন/আশিক