পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এলাকার মানুষকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে ঝিনাইদহ সদর উপজেলার ফকিরাবাদ গ্রামে এক ব্যতিক্রমী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঈদের পরদিন সোমবার দিনব্যাপী একটি খালের মধ্যে এই ব্যতিক্রমী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রায় ১৪-১৫ বছর পর এমন আয়োজন দেখতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে গ্রামের সব শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন শীর্ষ দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের জেলা প্রতিনিধি শেখ রুহুল আমিন। এসময় উপস্থিত ছিলেন পিপলস রাইটস এনজিওর নির্বাহী পরিচালক ও গ্রামের কৃতি সন্তান মীর পাভেল আহমেদ, খেলার প্রধান উদ্যোক্তা ও শিশু নিলয় ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার শামীম আহমেদ,ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রী মাসুমা খাতুন,
পুলিশ কর্মকর্তা মীর সবুজ হোসেন, সমাজসেবক বিল্লাল মাস্টার, মনোয়ার হোসেন, চাঁদ আলী, শাহীন আহমেদ, তরিকুল ইসলাম, আমিন আহমেদ, কামাল হোসেন, ফারুক হোসেন, শামীম মিয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/আশিক