পঞ্চগড় জেলার জিয়াবাড়ি এলাকার জামিয়াতুস সুন্নাহ আল ইসলামিয়া মাদরাসার দরিদ্র ও এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিয়েছে পঞ্চগড় জেলা বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। ঈদ উপলক্ষ্যে বুধবার (২৬ মার্চ) শিক্ষার্থীদের চুল কাটাসহ শ্যাম্পু, সাবান ও টুপি উপহার দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে সংগঠনটি।
ঈদের আগমন আনন্দ যখন চারদিকে, তখন অনেক দরিদ্র ও এতিম শিশুরা সেই উৎসব থেকে বঞ্চিত হয়। তাদের মুখে হাসি ফোটাতে পঞ্চগড় বসুন্ধরা শুভসংঘের সদস্যরা উদ্যোগ নেন। তারা জামিয়াতুস সুন্নাহ আল ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থীদের জন্য আয়োজন করেন বিনামূল্যে চুল কাটার ব্যবস্থা এবং ঈদ উপহার বিতরণ।
মাদ্রাসার ছাত্র লাবিব হোসেন জানায়, 'আমাদের অনেকের বাড়িতে ঈদের নতুন জামা কেনার সামর্থ্য নেই। শুভসংঘ আমাদের জন্য উপহার এনেছে, এতে আমরা খুব খুশি। চুল কাটার ব্যবস্থাও করেছে, এটা আমাদের জন্য বিশেষ আনন্দের।'
পঞ্চগড় বসুন্ধরা শুভসংঘের সভাপতি ফিরোজ আলম রাজিব বলেন, 'আমাদের লক্ষ্য সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানো। এই উদ্যোগের মাধ্যমে আমরা দরিদ্র ও এতিম শিশুদের ঈদের আনন্দে শামিল করতে পেরেছি, এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।'
মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি লুৎফর রহমান বলেন,'শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে যারা এগিয়ে এসেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। সমাজের অন্যান্যদেরও এমন উদ্যোগে অংশগ্রহণ করা উচিত।'
মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোজাহারুল ইসলাম বলেন, এভাবে একটু একটু করে বিত্তবানসহ বিভিন্ন সংগঠন যদি সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ায় তাহলে আমাদের সমাজ আরও সুন্দর হয়ে উঠবে।
বিডি প্রতিদিন/মুসা