তৃতীয়বারের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার ফন্দি করছেন ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে তিনি নিজেই বিষয়টি জানিয়েছেন।
ট্রাম্প বলেছেন, বিষয়টি নিয়ে তিনি মজা করছেন না।
তবে কীভাবে আমেরিকার বিধি ভেঙে তৃতীয়বারের জন্য তিনি হোয়াইট হাউসের বাসিন্দা হবেন, তা স্পষ্ট নয়।
এই বিষয়ে অনেক উপায় আছে বলে দাবি করলেও কোনও পরিকল্পনার কথা প্রকাশ্যে আনেননি ট্রাম্প।
রবিবার ‘এনবিসি নিউজকে’ ফোনে একটি সাক্ষাৎকার দেন ট্রাম্প। এ সময় তাকে প্রশ্ন করা হয়, তৃতীয়বারের জন্য প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা ট্রাম্পের রয়েছে কি না।
প্রশ্নটি লুফে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “না, আমি মজা করছি না। কিন্তু এটা নিয়ে এখনই ভাবনাচিন্তা করা তাড়াহুড়ো হয়ে যাবে।”
একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “উপায় আছে (তৃতীয়বার প্রেসিডেন্ট হওয়ার জন্য), যা আপনি অবলম্বন করতে পারেন। আপনি সেটা জানেন।”
প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধকালীন পরিস্থিতিতে নজিরবিহীনভাবে চারবার মার্কিন প্রেসিডেন্ট পদে বসেছিলেন ফ্রাঙ্কলিন রুসভেল্ট। তারপর ১৯৫১ সালে সে দেশের সংবিধান সংশোধন করে বলা হয়, কোনও ব্যক্তি দু’বারের বেশি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবেন না। সেই অঙ্ক মাথায় রাখলে জো বাইডেনকে হারিয়ে দ্বিতীয়বার হোয়াইট হাউসে প্রবেশ করা ট্রাম্পের এটাই প্রেসিডেন্ট হিসেবে শেষ মেয়াদ। তবে ট্রাম্প যেভাবে বারবার পুনরায় প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা উস্কে দিচ্ছেন, তাতে এই বিধি বদলে যাবে কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
সাক্ষাৎকারে সঞ্চালিকা ট্রাম্পের সামনে একটি সম্ভাবনার কথা তুলে ধরেন। বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স প্রেসিডেন্ট হওয়ার পর ফের ট্রাম্পকে উত্তরাধিকার তুলে দিতে পারেন কি না, তা জিজ্ঞাসা করেন। ট্রাম্প বলেন, “ভাল। এটা একটা (উপায়)। কিন্তু আরও আছে।” তবে কোনও পরিকল্পনার কথা প্রকাশ্যে আনেননি তিনি।
এবারই প্রথম নয়। গত জানুয়ারি মাসে ট্রাম্প উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন রেখেছিলেন যে, তিনি ফের প্রেসিডেন্ট হওয়ার জন্য ভোটে লড়তে পারেন কি না। মার্চ মাসের গোড়ায় মার্কিন প্রশাসনের প্রথম সারির কর্তাব্যক্তিদের সামনেও নিজের এই ইচ্ছার কথা প্রকাশ্যে এনেছিলেন ট্রাম্প। সূত্র: নিউ ইয়র্ক টাইমস, এপি, এবিসি
বিডি প্রতিদিন/একেএ