হলিউড অভিনেতা রিচার্ড চেম্বারলেইন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি তিনবার গোল্ডেন গ্লোব জয় করেছিলেন। এই অভিনেতার মুখপাত্র হারলান বোল এক বিবৃতিতে বলেন, হাওয়াইতে স্ট্রোকের পর শারীরিক জটিলতায় রিচার্ড শেষ নিশ্বাস ত্যাগ করেন।
গোল্ডেন গ্লোব বিজয়ী চেম্বারলেইন বছরের পর বছর ধরে অনেক চরিত্রে অভিনয় করেছেন। তিনি একাধারে অভিনেতা, গায়ক, সৈনিক, চিত্রশিল্পী, লেখক হিসেবে তিনি খ্যাতি অর্জন করেন। ১৯৬০ সালে ‘ডক্টর কিল্ডারে’নামের একটি ধারাবাহিকে একজন সুদর্শন তরুণ চিকিৎসকের ভূমিকায় অভিনয় করে তার হৃদয়স্পর্শী মর্যাদা প্রতিষ্ঠা করেন।
সিরিজটি ১৯৬১ থেকে ১৯৬৬ সালের মধ্যে এনবিসিতে সম্প্রচারিত হয়েছিল। ১৯৬৩ সালে চেম্বারলেইন ডক্টর কিল্ডার চরিত্রে অভিনয়ের জন্য সেরা পুরুষ টিভি তারকার জন্য গোল্ডেন গ্লোব জিতেছিলেন।
চেম্বারলেইনের চলচ্চিত্র ক্যারিয়ারও ছিল বেশ সমৃদ্ধ। ১৯৭০ সালে তিনি চার্লটন হেস্টন এবং জেসন রোবার্ডসের সঙ্গে ‘জুলিয়াস সিজার’ সিনেমায় অক্টাভিয়াস সিজারের চরিত্রে অভিনয় করেন এবং ১৯৭৩ সালে ‘দ্য থ্রি মাস্কেটিয়ার্স’ সিনেমায় রাকেল ওয়েলচ এবং অলিভার রিডের সঙ্গে অভিনয় করেন। ১৯৭৪ সালে তিনি অস্কারজয়ী ‘দ্য টাওয়ারিং ইনফার্নো’ সিনেমায় একটি ভূমিকা পালন করেন।
অ্যাসোসিয়েটেড প্রেসের মতে ১৯৮০ সালে চেম্বারলেইন ‘ধারাবাহিকের রাজা’ হিসেবেও পরিচিতি লাভ করেন। তিনি ১৯৮০ সালে ‘শোগুন’ এবং ১৯৮৩ সালে ‘দ্য থর্ন বার্ডস’ নামে দুটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছিলেন। প্রতিটিতেই তিনি গোল্ডেন গ্লোব অর্জন করেছিলেন। ১৯৯৬ সালে, তিনি ‘দ্য থর্ন বার্ডস: দ্য মিসিং ইয়ার্স’ টিভি সিনেমায় ফাদার রাল্ফ ডি ব্রিকাসার্টের ‘থর্ন বার্ডস’ ভূমিকায় পুনরায় অভিনয় করেছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ