ভারতের মহাকুম্ভের ভাইরাল তারকা মোনালিসা, যার কাজলটানা বাদামি চোখ, শ্যামলা গায়ের রং, রঙিন ঠোঁট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করেছেন, এবার সিনেমার পর্দায় আসার কথা ছিল। মহাকুম্ভের সুবাদে প্রচারের আলোয় আসা এই তরুণীকে নিয়ে নির্মিতব্য সিনেমা আপাতত স্থগিত হয়েছে।
বিনোদন দুনিয়ায় খুব একটা পরিচিত নাম না হলেও ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ ছবির পরিচালনা করে আলোচনায় আসেন পরিচালক সনোজ মিশ্র। এরপর তিনি অগ্নিগর্ভ মণিপুরের ঘটনাকে কেন্দ্র করে ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ নামে একটি সিনেমার ঘোষণা দেন। এই সিনেমায় অভিনয়ের জন্য মহাকুম্ভের ভাইরাল তারকা মোনালিসা ভোঁসলেকে নির্বাচন করেছিলেন তিনি।
পরিচালক গ্রেপ্তার, সিনেমার ভবিষ্যৎ অনিশ্চিত
তবে এখন সেই পরিচালকই ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। রবিবার (৩০ মার্চ) এক তরুণীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে নবি করিমের পুলিশ তাকে গ্রেপ্তার করে।
কী অভিযোগ উঠেছে?
ভুক্তভোগী তরুণী জানান, ২০২১ সালে তার সঙ্গে পরিচয় হয় সনোজ মিশ্রের। পরে ঝাঁসিতে তাকে হুমকি দেন সনোজ, দেখা না করলে আত্মহত্যা করবেন। সেই ভয় দেখিয়ে তাকে দেখা করতে বাধ্য করা হয়।
এরপর কাজ দেওয়ার কথা বলে এক রিসোর্টে নিয়ে গিয়ে মাদকমিশ্রিত পানীয় খাইয়ে ধর্ষণ করেন পরিচালক। শুধু তাই নয়, তার আপত্তিকর ছবি ও ভিডিও তুলে মুখ খুললে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি।
বিয়ের প্রতিশ্রুতি ও প্রতারণার অভিযোগ
ভুক্তভোগী আরও জানান, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন জায়গায় ডেকে তাকে একাধিকবার শারীরিক সম্পর্কে বাধ্য করেন সনোজ মিশ্র। পরবর্তীতে পুলিশের কাছে অভিযোগ করলে রবিবার তাকে গ্রেপ্তার করা হয়।
সিনেমার ভবিষ্যৎ কী?
মাত্র দুই মাস আগেই সনোজ মিশ্র ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ সিনেমার ঘোষণা দেন। এই সিনেমায় মোনালিসা ভোঁসলে অভিনয় করতে চলেছিলেন। পরিচালকের গ্রেপ্তারের কারণে সিনেমাটির ভবিষ্যৎ এখন অনিশ্চিত।
বিডি প্রতিদিন/আশিক