ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের নেতৃত্বে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। চার বছর দায়িত্ব পালনের পর টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ওয়ানডের পর টি-টোয়েন্টিরও নেতৃত্ব পেয়েছেন শেই হোপ।
টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে রভম্যান পাওয়েলকে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) সোমবার এক বিবৃতিতে জানিয়েছে এসব পরিবর্তনের কথা।
১০০ টেস্ট খেলার মাইলফলক ছোঁয়া থেকে দুই ম্যাচ দূরে থাকা ব্র্যাথওয়েট অধিনায়কত্ব ছাড়ার ইচ্ছার কথা এই বছরের শুরুতেই বোর্ডকে জানিয়ে দেন বলে জানানো হয়েছে বিবৃতিতে। ‘আগামী কয়েক সপ্তাহের মধ্যে’ এই সংস্করণে নতুন অধিনায়ক ঘোষণা করা হবে বলে জানিয়েছে সিডব্লিউআই।
ভারপ্রাপ্ত দায়িত্বে সাত টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেওয়ার পর ২০২১ সালের মার্চে স্থায়ীভাবে অধিনায়ক হিসেবে জেসন হোল্ডারের স্থলাভিষিক্ত হন ব্র্যাথওয়েট। সব মিলিয়ে তার নেতৃত্বে ৩৯ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের জয় ১০টি, হার ২২টি, বাকি সাতটি ড্র।
তার সময়ে উল্লেখযোগ্য কিছু সাফল্য পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২০২৪ সালের জানুয়ারিতে ব্রিজবেন টেস্ট জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রায় ২১ বছর পর ও অস্ট্রেলিয়ার মাঠে প্রায় ২৭ বছর পর টেস্ট জয়ের স্বাদ পায় তারা।
পাকিস্তানের মাটিতে ৩৪ বছরের খরা কাটিয়ে টেস্ট জয়ের স্বাদ পায় তারা গত জানুয়ারিতে। মুলতানের ওই ম্যাচই হয়ে থাকল অধিনায়ক হিসেবে ব্র্যাথওয়েটের শেষ টেস্ট। এছাড়া ২০২২ সালে ঘরের মাঠে তারা সিরিজ জয় করে ইংল্যান্ডের বিপক্ষে।
পাওয়েল টি-টোয়েন্টির দায়িত্বে ছিলেন ২০২৩ সালের মে মাস থেকে। তার নেতৃত্বে ঘরের মাঠে ভারত, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জেতে ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা খেলে সুপার এইটে। র্যাঙ্কিংয়ে নবম থেকে তারা উঠে আসে পঞ্চম স্থানে।
সিডব্লিউআইয়ের ক্রিকেট পরিচালক মাইলস বাসকম্ব বলেছেন, প্রধান কোচ ড্যারেন স্যামির পরামর্শে হোপকে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পাওয়েল ‘পেশাদারিত্বের’ সঙ্গেই সিদ্ধান্তটি মেনে নিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের পরের টেস্ট সিরিজ আগামী জুন-জুলাইয়ে, ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ