এ বারের আইপিএলে প্রথম জয় পেল মুম্বাই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্সকে ৪৩ বল বাকি থাকতে ৮ উইকেটে হারাল মুম্বাই। যে ম্যাচ জেতার সঙ্গে সঙ্গেই রেকর্ড গড়লো মুম্বাই। ভেঙে দিল কলকাতারই রেকর্ড।
গতকাল সোমবারের ম্যাচটি ছিল ওয়াংখেড়েতে। যে মাঠে মুম্বাই ৫৩তম ম্যাচ জিতল। আইপিএলের কোনো দলের একটি মাঠে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড এটি। ভেঙে গেল কেকেআরের রেকর্ড। একটি মাঠে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ডটি ছিল কলকাতার। ইডেনে ৫২টি ম্যাচ জিতেছে তারা। যে রেকর্ড ভেঙে গেল সোমবার।
এ বারের আইপিএল শেষে এই রেকর্ড আবার ভেঙে যেতে পারে। কেকেআর এবং মুম্বাইয়ের ঘরের মাঠে ছ’টি করে খেলা বাকি। সেই সঙ্গে চেন্নাই সুপার কিংস চিপকে ৫১টি ম্যাচ জিতেছে। ফলে তাদেরও সুযোগ রয়েছে বাকি দু’জনকে টপকে যাওয়ার।
কলকাতার পরের ম্যাচ ইডেনে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে তারা। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধেও ৮ এপ্রিল কলকাতায় খেলবে কেকেআর। মুম্বাইয়ের পরের ম্যাচ লখনউয়ের বিরুদ্ধে সেটি ঘরের মাঠে নয়। ফলে মুম্বাই ঘরের মাঠে পরের ম্যাচ খেলতে নামার আগেই কেকেআর তাদের টপকে যেতে পারে।
ওয়াংখেড়েতে কলকাতাকে ১০ বার হারিয়েছে মুম্বাই। একটি মাঠে কোনো নির্দিষ্ট দলের বিরুদ্ধে এটাই সবচেয়ে বেশি জয়। এর আগে কলকাতা ইডেনে পাঞ্জাব কিংসকে ৯ বার হারিয়েছিল। সেই রেকর্ডও ভেঙে গেল সোমবার।
ম্যাচে প্রথমে ব্যাট করে ১১৬ রান করে কলকাতা। অশ্বনী কুমার অভিষেক ম্যাচেই চার উইকেট নেন। মুম্বাইয়ের এই বাঁহাতি পেসারের দাপটেই চাপে পড়ে যায় কলকাতা। অল্প রান তাড়া করতে নেমে মুম্বাই মাত্র দু’উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়।
বিডি-প্রতিদিন/বাজিত