পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ ও সৌল জাংশনের আয়োজনে আজ সোমবার রাজধানীর মিরপুরের ইব্রাহিমপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে মিষ্টান্ন বিতরণ করা হয়েছে। সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ ও সৌল জাংশনের শুভসংঘের এই উদ্যোগ গ্রহণ করেন।
সকালে ঈদের নামাযের পর থেকেই স্বেচ্ছাসেবকরা ইব্রাহিমপুর এলাকায় সকল শ্রেণিপেশার মানুষের মাঝে সেমাই, পায়েশ ও জর্দা বিতরণ করেন। এই আয়োজনকে কেন্দ্র করে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ঈদের খুশি দ্বিগুণ হয়ে ওঠে।
একজন এলাকাবাসী উচ্ছ্বাস প্রকাশ করে বলে, "আজকের ঈদ সত্যিই মিষ্টিময়!"
আয়োজকরা জানায়, "আমাদের ছোট এই প্রয়াস যদি কারও মুখে হাসি ফোটায়, সেটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।"
বিডি প্রতিদিন/আরাফাত