পিঠের চোট কাটিয়ে মুম্বাই ইন্ডিয়ানস দলে ফিরেছেন জাসপ্রীত বুমরাহ। রবিবার সকালে মুম্বাই ইন্ডিয়ানস শিবিরে যোগ দেন তিনি। আইপিএলের মৌসুমের বাকি অংশ খেলবেন ৩১ বছর বয়সী এই পেসার।
ভারতীয় বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সের মেডিকেল টিমের কাছ থেকে সবুজ সংকেত পেয়েই দলে যোগ দিয়েছেন বুমরাহ।
ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) তাকে খেলার অনুমতি দিয়েছে। চোট সেরে ফেরা বুমরাহের মুম্বাইয়ের হয়ে আইপিএল খেলতে আর কোনো বাধা নেই।
রবিবার মুম্বাই ইন্ডিয়ানস তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করে বুমরাহর ফিরে আসার বার্তা দেয়। ভিডিওর শেষে বলা হয়েছে, ‘দ্য লায়ন ইজ ব্যাক’।
দলের সঙ্গে যোগ দিলেও সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলার সম্ভাবনা নেই বুমরাহর। মুম্বাই ইন্ডিয়ানসের সাপোর্ট স্টাফ ও কোচ মাহেলা জয়াবর্ধনে বুমরাহর অবস্থা বুঝে তাকে খেলানোর সিদ্ধান্ত নেবেন।পরের রবিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ দিয়ে হয়তো ফিরতে পারেন তিনি।
উল্লেখ্য, বোর্ডার-গাভাস্কার ট্রফির পঞ্চম টেস্ট খেলার সময় পিঠে চোট পেয়েছিলেন বুমরাহ। খেলতে পারেননি ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ এবং চ্যাম্পিয়নস ট্রফি। আইপিএলের শুরুর ম্যাচগুলোতেও দর্শক হয়ে থাকতে হয় তাকে।
বিডি প্রতিদিন/এমআই