ফিলিস্তিনের নাগরিকদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রংপুর। সোমবার দিনব্যাপী এ উপলক্ষ্যে নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। খণ্ড খণ্ড মিছিল আর স্লোগানে দিনভর রাজপথ দখলে ছিল শান্তিকামী ছাত্র-জনতার। তাদের প্রতি সংহতি জানিয়ে দুপুর পর্যন্ত অনেক দোকানপাট খোলেননি ব্যবসায়ীরা। অফিস-আদালতের কার্যক্রমও চলেছে ঢিলেঢালাভাবে।
সকালে ক্লাস, পরীক্ষা বর্জন করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রংপুর টাউন হলের সামনে জমায়েত হতে শুরু করেন। এতে যোগ দেন নানা শ্রেণি-পেশার মানুষ। এ সময় ইসরায়েল দখলদার বাহিনীর হাত থেকে ফিলিস্তিনকে মুক্ত করতে নানা স্লোগান দিতে থাকেন তারা।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর সুজনের সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ ইমতি প্রমুখ।
এ সময় ইসরায়েলের পণ্য বয়কটের আহ্বান জানানো হয়। এরপর একটি বিশাল বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
একই দাবিতে দুপুরে মেডিকেল ইসলামিক দাওয়াহ সোসাইটি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, জামায়াতে ইসলামী জেলা ও মহানগর শাখার উদ্যোগে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হয়।
বিডি প্রতিদিন/কেএ