১৭ বছর পর সান্তিয়াগো বের্নাবেউয়ে দুর্দান্ত এক জয় তুলে নিল ভালেন্সিয়া। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই তাদের খেলোয়াড় ও স্টাফদের উল্লাস এবং উন্মাদনায় স্পষ্ট—এই জয় কতটা মূল্যবান ছিল তাদের জন্য। শেষ সময়ে গোল হজম করে হেরে গেলেও দল খারাপ খেলেনি বলেই মনে করেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।
শনিবার লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে ভালেন্সিয়ার কাছে ২-১ গোলে হেরে যায় রিয়াল। ম্যাচের শুরুতেই সুযোগ হাতছাড়া করেন ভিনিসিউস জুনিয়র, ত্রয়োদশ মিনিটে তার নেওয়া পেনাল্টি ঠেকিয়ে দেন ভালেন্সিয়ার গোলরক্ষক। এরপর কর্নার থেকে হেডে গোল করেন মোক্তার দিয়াখাবি, এগিয়ে যায় ভালেন্সিয়া। প্রথমার্ধেই অবশ্য দিয়াখাবি নিজেদের জালে বল পাঠালেও কিলিয়ান এমবাপে অফসাইডে থাকায় সেই গোল বাতিল হয়।
দ্বিতীয়ার্ধে ভিনিসিউস গোল করে সমতায় ফেরান রিয়ালকে। তবে নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে নাটকীয়ভাবে আবারও এগিয়ে যায় ভালেন্সিয়া, আর তাতেই নিশ্চিত হয় তাদের বহু প্রতীক্ষিত জয়।
ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, “ছোট ছোট কিছু মুহূর্ত আমাদের বিপক্ষে গিয়েছিল। পেনাল্টি মিস, সেট পিস থেকে গোল, বাতিল হওয়া গোল—এই বিষয়গুলোই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ভালেন্সিয়া দারুণ খেলেছে, তবে জয় আমাদের প্রাপ্য ছিল, কোনো সন্দেহ নেই। মানসিকতারও কোনো ঘাটতি ছিল না।”
এই হারের ফলে লিগের শিরোপা দৌড়ে কিছুটা পিছিয়ে পড়ল রিয়াল। যদিও একই দিনে বার্সেলোনাও রেয়াল বেতিসের সঙ্গে ড্র করে পয়েন্ট হারিয়েছে, তবুও কাতালানরা এখন চার পয়েন্টে এগিয়ে।
তবে সবকিছু এখন নির্ভর করছে সামনের বড় ম্যাচগুলোর উপর। ২৬ এপ্রিল কোপা দেল রের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল ও বার্সেলোনা, আর এর আগে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের মাঠে লড়বে রেয়াল।
আনচেলত্তি বলেন, “লিগে ভালোভাবে টিকে থাকার সুযোগ হাতছাড়া করেছি আমরা। তবে সামনে আরও গুরুত্বপূর্ণ ম্যাচ আসছে। আর্সেনালের বিপক্ষে আমাদের রক্ষণে শক্ত থাকতে হবে, আর বার্সেলোনার বিপক্ষে ফাইনাল তো ভিন্নই চ্যালেঞ্জ। আমাদের ফোকাস ধরে রাখতে হবে।”
বিডি প্রতিদিন/নাজিম