ঈদের ছুটিতে টানা ১২ দিন বন্ধ থাকার পর আজ সোমবার থেকে খুলছে সিলেটের তামাবিল স্থলবন্দর। আজ থেকে স্থলবন্দরটি দিয়ে পুনঃরায় শুরু হতে যাচ্ছে আমদানি ও রফতানি।
সিলেটের সর্ববৃহৎ স্থলবন্দর হচ্ছে তামাবিল। এই স্থলবন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে পাথর, চুনাপাথর, কয়লা ও বিভিন্ন ধরনের ফল আমদানি হয়ে থাকে। বিপরীতে বাংলাদেশ থেকে বিভিন্ন ধরণের ভোগ্যপণ্য রফতানি হয় ভারতে।
তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, ঈদুল ফিতর উপলক্ষে সিলেট জেলা আমদানিকারক গ্রুপের পক্ষ থেকে তামাবিল দিয়ে ২৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত সবধরনের আমদানি-রফতানি বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। ফলে গতকাল রবিবার থেকে দেশের সকল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি চালু হলেও তামাবিল ছিল অচল। আমদানিকারক গ্রুপের সিদ্ধান্ত অনুযায়ী আজ সোমবার থেকে তামাবিল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হবে।
বিডি প্রতিদিন/নাজমুল