খুলনাসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে দল-মতের ঊর্ধ্বে উঠে সবাইকে কাজ করার আহ্বান জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। খুলনায় গ্যাস সরবরাহ না করে ঢাকায় নিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ঘোষিত সব কর্মসূচি সফল করার আহ্বান জানান তিনি। গতকাল খুলনা মহানগরী জামায়াত কার্যালয়ে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত সেক্রেটারি এ আহ্বান জানান।
তিনি বলেন, ভোলা থেকে খুলনায় গ্যাস সরবরাহ না করে ঢাকায় নিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ১৬ এপ্রিল খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হবে। এ ছাড়া ২৫ এপ্রিল ১৪৩তম খুলনা দিবস পালন উপলক্ষে র্যালি, আলোচনা সভা, কেক কাটা ও মেজবান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জামায়াত সেক্রেটারি বলেন, খুলনার এয়ারপোর্ট নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আমার কথা হয়েছে। বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে দেখবেন বলে জানিয়েছেন।