মানিকগঞ্জে কার্টনবন্দি নারীর লাশের পরিচয় মিলেছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি প্রযুক্তির মাধ্যমে জানতে পেরেছে লাশটি লালমনিরহাটের আদিতমারী উপজেলার নিহার রঞ্জন গোস্বামীর মেয়ে বিউটি গোস্বামীর (৩৮)। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর উত্তরায় বসবাস করতেন। চাঞ্চল্যকর এই হত্যার ঘটনায় কেউ আটক না হলেও তার স্বামী অলক রঞ্জন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি গতকাল নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আমিনুল ইসলাম।
বলেন, স্বামী অলক রঞ্জন গোস্বামীর সঙ্গে রাজধানীর উত্তরা এলাকায় বসবাস করতেন বিউটি। অলক রঞ্জন একটি বাইং হাউসে চাকরি করেন। এই দম্পতির দুই ছেলে সন্তান রয়েছে। এ ঘটনায় নিহতের বাবা নিহার রঞ্জন গোস্বামী বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন।