দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ১৬ বছরে পদার্পণ উপলক্ষে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার সন্ধ্যায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা শেষে দেশ ও দেশের মানুষের জন্য মোনাজাত করেন আব্দুল আলিম।
দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে সেক্রেটারি ড. এনামুল হক, শহর জামায়াতের আমীর সিরাজুস সালেহীন, জেলা বিএনপির যুগ্নসাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি আকতারুজ্জামান জুয়েল, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মকসেদ আলী মঙ্গোলিয়া, বিপ্লবী কমিনিউস্ট লীগের কেন্দ্রীয় সদস্য মোশাররফ হোসেন নান্নু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল প্রমুখ।
বাংলাদেশ প্রতিদিনের দিনাজপুর প্রতিনিধি রিয়াজুল ইসলাম, শিক্ষক ফেডারেশন কর্মচারী ইউনয়নের গোলাম মওলা, বিএনপি তাতীদলের মাহফুজ হোসেন, দিনাজপুর সদর বসুন্ধরা শুভসংঘের সভাপতি-সাধারন সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ প্রতিদিনের জন্মদিনে শুভেচ্ছা জানিছেন নারী উদ্যোক্তা উম্মে মরিয়ম, উত্তরবঙ্গ মৌ চাষি সমিতির সদস্য মোসাদ্দেক হোসেন।
বিডি প্রতিদিন/নাজমুল